সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী জেলার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে কুরআন, রমজান এবং যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
সোমবার (১০মার্চ) সন্ধ্যায় শহরের ব্রাহ্মন্দীস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।
ইফতার মাহফিলে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আমিরুল ইসলাম আমীর, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, যুবদল নেতা শাহেন শাহ শানু, জাতীয় নাগরিক কমিটির নরসিংদী জেলা সভাপতি এড. শিরিনসহ খেলাফত মজলিস, গণমাধ্যমকর্মী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ৫৩বছর যাবৎ তার বক্তব্য পেশ করতে পারেনি, নানানভাবে বাধাবিঘ্নের মাধ্যমে জণগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিলো। আজকে পটপরিবর্তনের পরে জামায়াত তার বক্তব্য নিয়ে জনগণের কাছে হাজির হওয়ায় জনগণের মাঝে জামায়াতকে নিয়ে নতুন একটি প্রত্যাশা দেখা দিয়েছে, এবং আগামী দিনে জামায়াতকে তাদের আমানত দেওয়ার বিষয়ে নতুন করে ভাবছে।
তারা বলেন, যেই ভয়ের রাজনীতির মাধ্যমে ভয় ছড়িয়ে আওয়ামীলীগ ১৬বছর এই দেশের মানুষকে অন্ধকারে রেখেছিলো, শোষণ করেছিলো আজকে মানুষের মাঝে এমন একটি ভয় আমরা দেখছি। আজকে সর্বত্র ভয়, অন্যায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জুলুম হচ্ছে এসব মামলা হিসেবে রেকর্ড হচ্ছে না, কোথাও বলাও যাচ্ছে না, এমন পরিবেশ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই পরিবেশ আওয়ামীলীগ সৃষ্টি করেছিলো, দীর্ঘ ১৬ বছর ভয়ের রাজনীতি দিয়ে, ভয় ছড়িয়ে দিয়ে, আতংক ছড়িয়ে দিয়ে তারা ক্ষমতায় ছিলো। আজকে আমরা তাই দেখছি। এই সংস্কৃতি থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করতে হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।