মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
রমাদানের পবিত্রতা রক্ষায় সরকারকে আপোষহীন হতে হবে
মাহে রামাদান মহিমান্বিত মাস, যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে এবং এ মাসেই বদর যুদ্ধ ও ফতেহ মক্কা সহ ইসলামের বড় বড় বিজয় এসেছে;তাই এ বরকতময় মাসে সকলকে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাক্বওয়া অর্জন ও আত্মশুদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো নেতৃবৃন্দ।
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আয়োজিত মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের ব্যাপারে পুরোপুরি স্বাধীন। কিন্তু যারা ঈমানের দাবিদার তাদেরকে পুরোপুরি কুরআন-সুন্নাহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। মূলত, আল্লাহ তা’য়ালা আমাদের ওপর সিয়াম পালনকে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। পবিত্র কালামে হাকিমে ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়ামকে ফরজ বা অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে; যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছিলো; যেন তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো’। কিন্তু একশ্রেণির মানুষ আছে যারা বাস্তবজীবনে ইসলামের অনুসারী না হয়ে ভোটের সময় টুপি, তসবীহ হাতে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় গিয়ে কুরআনের অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনা করেন না। অথচ কালামে পাকে ঘোষণা করা হয়েছে, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম, ফাসেক এবং কাফের। তাই আগামীদিনে যারা কুফরি, ফাসেকী ও জালেমের ভূমিকায় অবতীর্ণ হবে জনগণ আর তাদের পক্ষে রায় দেবে না। তাদেরকে এদেশে রাজনীতি করতে হলে নির্বাচনের ইশতেহারে কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনায় প্রতিশ্রুতি দিতে হবে।
জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এদেশকে একটি কার্যকর গণমুখী রাষ্ট্রে পরিণত করা হবে।
পবিত্র মাহে রামাদান কুরআনের মাস। এ মাসে কুরআন নাযিল হয়েছিলো বলেই এ মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় সমধিক। আর রমাদানের কারণেই কুরআনের মর্যাদাও সমুন্নত হয়েছে। তাই এ মাসে রোজা পালন রোজাদারদের জন্য সহজ করার জন্য সরকারকে কার্যকর পক্ষক্ষেপ গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। একই সাথে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ সহ সকল প্রকার অস্থিরতা, নগ্নতা ও বেহায়াপনা বন্ধের জন্য নিতে হবে কার্যকর পদক্ষেপ। সর্বোপরি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গ্রহণ করতে হবে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া আহ্বান বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখা।