মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
জলঢাকাবাসীকে পবিত্র মাহে রমাদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন (স্বাধীন)
শুভেচ্ছা বার্তায় বলেন, রমাদান মাস সারাবিশ্বের মুসলিম উম্মাহার সবচেয়ে পবিত্র মাস। রমাদানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। এই মাসে বান্দারা সিয়াম সাধনার মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পায়। আব্দুল মতিন স্বাধীন আর বলেন
রমাদান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা । এটাই রমাদানের চেতনা। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রামাদান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়েছে। রমাদান প্রতিটি ক্ষণ রহমত ও বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল কদর।
পরিশেষে শুভেচ্ছা বার্তায় তিনি জলঢাকা উপজেলা বাসি সহ সকল মুসলিমদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে মাহে রমাদানের মোবারকবাদ জানান।