ওমর ফারুক, গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি,রংপুর :
রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন ও প্রথমবারের মতো মত গণতান্ত্রিক উপায়ে ভোটগ্রহণ অনুষ্ঠান ২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক মো: ওয়াহেদুজ্জামান (মাবু) ।অনুষ্ঠানের উদ্বোধন করেন , জেলা বিএনপির সদস্য মোঃ ফিরোজ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান (মিলন) যুগ্ন আহবায়ক চাঁদ সরকার। লিজু প্রামানিক,মীর কাশেম মিঠু, আলহাজ্ব, আতাউল মওলা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃত্ব নির্বাচনের জন্য কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কক্ষে ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে , সভাপতি পদে ০৪ জন, সাধারণ সম্পাদক পদে ০৩ জন সাংগঠনিক সম্পাদক পদে ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার শেষে, মো: মনিরুজ্জামান (বেন্জু) সভাপতি, জালাল হোসেন সাধারণ সম্পাদক দুলাল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।